শনিবার, ৪ জানুয়ারী ২০২৫, সকাল ৪:৪৯ সময়
কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষি বাতায়নে কৃষক তথ্য সন্নিবেশ ও ডিজিটাল প্রোফাইলিং বিষয়ক অবহিতকরণ সভা ।
কুষ্টিয়া প্রতিনিধি , ওয়াহিদুজ্জামান অর্ক
কুষ্টিয়ার ভেড়ামারায় কৃষি বাতায়নে কৃষক তথ্য সন্নিবেশ ও ডিজিটাল প্রোফাইলিং বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ভেড়ামারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিষদের মিলনায়তনে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্ঝামান মিঠু। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, উপজেলা ভাইস চেয়ারম্যান বুলবুল হাসান পিপুল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ইন্দোনেশিয়া খাতুন, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আনসার আলী প্রমূখ। উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ছিলেন, উপজেলা কৃষি অফিসার শায়খুল ইসলাম।